Saturday, August 30, 2025
Ad

স্পেন সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী – সৌরভ।

Must read

রিয়েল মাদ্রিদ খতিয়ে দেখলেন আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়ন।

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা : মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বাংলা ফুটবল পরিকাঠামোর আধুনিকীকরণ ও উন্নতি ঘটানো। তাই স্পেন সফরের তৃতীয় দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিশ্বখ্যাত রিয়েল মাদ্রিদ ক্লাবের ঐতিহাসিক মাঠ ও ট্রফি-সম্ভার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২১ বছরের পুরনো ইউরোপের এই ক্লাবে ইতিহাসের ছড়াছড়ি। ট্রফির তালিকায় কী নেই। ইউরোপিয়ন লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, লা-লিগা স্প্যানিশ লিগ সহ আরও কতশত ট্রফি থরে থরে সাজানো। এক একটা ট্রফি এক একটা সময়ের ইতিহাস বহন করছে। শুধু ফুটবল কেন। রয়েছে রিয়েলের বাস্কেটবল চ্যাম্পিয়ন হওয়ার একাধিক ট্রফিও। মুখ্যমন্ত্রী ও গোটা টিমকে এখানকার ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্রী ও গাইড তানিয়া রিয়েলের ক্লাব ও মাঠ ঘুরিয়ে দেখানোর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করলেন ইতিহাসও।

Design by News Diganta Barta

এই মুহূর্তে আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে রিয়েল মাদ্রিদের। যার খরচ ৮৯৩ ইউরো। অনুমান করা হচ্ছে, কাজ যখন শেষ হবে এই খরচ ২ হাজার মিলিয়ন ইউরো ছাড়াবে। অসাধারণ এক স্টেডিয়াম। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যেন সাপের মতো ঘুরে ঘুরে উঠেছে। তানিয়া ঘুরে দেখালেন মিউজিয়াম। পৃথিবীর বৃহত্তম ও প্রাচীনতম ক্লাবের অতীতের নানা স্মারক নিশ্চিতভাবে অন্য জগতে নিয়ে যাবে। সব দেখেশুনে মুখ্যমন্ত্রী ও সৌরভ অভিভূত। রিয়েলের মাঠে গিয়ে গ্যালারিতে কিছুক্ষণ বসলেন মুখ্যমন্ত্রী। তাঁর পাশে তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, মোহনবাগানের দেবাশিস দত্ত ও মহামেডান স্পোর্টিং ক্লাবের ইশতিয়াক রাজুকে সঙ্গে নিয়ে একপ্রস্থ ছবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় যেখানে মাদ্রিদের স্মারক কেনা যায় সেই জায়গা থেকে সৌরভকে একটি ফুটবল উপহার দেন মুখ্যমন্ত্রী। বলেন, খেলা হবে। একটি ক্লাবকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে গেলে কী ধরনের পরিকাঠামো প্রয়োজন হয় তা ঘুরে দেখার পর বাংলার ফুটবলের আধুনিকীকরণের ক্ষেত্রে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাদ্রিদ স্টেডিয়াম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রক্তে মিশে আছে ফুটবল। ক্রিকেটও রয়েছে। সৌরভ আমার সঙ্গে এসেছে। ও ঘুরে দেখল পুরোটা। আমরা যখন বিশ্বকাপ দেখি তখন মেসি, রোনাল্ডো, রোনাল্ডিনহোদের নিয়ে আনন্দে-উচ্ছ্বাসে মেতে উঠি। আমার মূল লক্ষ্য, বাংলা ফুটবলের পরিকাঠামোকে আরও আধুনিক করে তোলা। রিয়েলের মাঠ, স্টেডিয়াম, ক্লাব সবই অত্যাধুনিক। আমাদেরও যুবভারতী ক্রীড়াঙ্গন রয়েছে। তাকে ছোট করলে চলবে না। আমরা সবটা ঘুরে দেখলাম। লা-লিগার সঙ্গে আমাদের মউ স্বাক্ষর হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব বাংলায় অ্যাকাডেমি তৈরি হবে। তবে একটা স্টেডিয়াম ওদের দিতে হবে। আমরা ফিরে গিয়ে মুখ্যসচিব, সৌরভ-সহ সকলকে নিয়ে বসে দ্রুত সিদ্ধান্ত নেব।

এর আগে মাদ্রিদের শিল্প সম্মেলন সুপারহিট শিল্প সম্মেলনের পর, স্পেন থেকে বাংলায় লগ্নি নিশ্চিত করার পর আজ শনিবার প্রাতঃভ্রমণে খোশমেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকালবেলায় বেরিয়ে পড়েন হাঁটতে। সঙ্গে বেশ কয়েকজন। যেখানেই থাকুন না কেন নিয়মিত শরীরচর্চা ভোলেন না মুখ্যমন্ত্রী। বর্তমানে বাংলা থেকে সুদূর স্পেনের মাদ্রিদে রয়েছেন মমতা। আর সেখানেও নিয়মের ব্যতিক্রম নেই। প্রাতঃভ্রমণের পর ডেলিগেশন টিম নিয়ে বাসে করে মুখ্যমন্ত্রী চলে আসেন রিয়েল মাদ্রিদ ক্লাবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article