Friday, December 5, 2025
Ad

নাবালিকা অপহরনে পকসো আইনে গ্রেফতার হোটেলের ম‍্যানেজার সহ চার যুবক

Must read

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- এক নাবালিকাকে অপহরণের অভিযোগে হোটেলের ম‍্যানেজার সহ চার যুবককে গ্রেফতার করলো চুঁচুড়া থানার পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা যায়, গত বুধবার ১৩ই সেপ্টেম্বর সন্ধ‍্যেবেলায় হুগলীর চুঁচুড়ার বাসিন্দা পনেরো বছরের এক নাবালিকাকে, বন্ধুর জন্মদিন আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নাবালিকার বন্ধু দেবপ্রিয় বিশ্বাস ওরফে ঘন্টাই। দেবপ্রিয়র বাড়ি ২ নম্বর কাপাশডাঙ্গাতে। দেবপ্রিয় নাবালিকার মাকে জানিয়েছিল মেয়ে সারে ছটার মধ‍্যেই ফিরে আসবে।

কিন্ত রাত দশটা বেজে গেলেও মেয়ে বাড়িতে না ফিরলে নাবালিকার বাবা মা খোঁজাখুঁজি শুরু করে। মধ‍্যরাত পযর্ন্ত মেয়েকে খুঁজে না পেয়ে, চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। তরিঘরি তদন্তে নেমে চুঁচুড়া বাস স্ট‍্যান্ডের সামনে একটি নামী হোটেল থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দেবপ্রিয় বিশ্বাস ও তার তিন বন্ধু সৌমদীপ পাত্র, দেবরাজ দাস ও নিবারণ বালাকে।

শুক্রবার ধৃত চারজনকে চুঁচুুড়া আদালতে তোলা হলে বিচারক এদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়। নাবালিকা জানায় ধৃতরা তাকে যৌন নিগ্রহ করেছে। ধৃতদের জেরা করে নাবালিকার অভিযোগ সত‍্য প্রমাণিত হয়। এরপরই উক্ত হোটেলেরই ম‍্যানেজার গৌরাঙ্গ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। গৌরাঙ্গর বিরুদ্ধেও পকসো আইনে মামলা ঋজু করে শনিবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article