Friday, December 5, 2025
Ad

উত্তরবঙ্গ মেডিক্যালে হার্ট ও নিউরোর অত্যাধুনিক চিকিৎসা।

Must read

E-Paper

E Paper 12-11-2025

১০০ কোটি ব্যয়ে ক্যানসার হাসপাতাল।

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এবার মিলবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। শুধু তাই নয়, ১০০ কোটি টাকা বরাদ্দে হতে চলেছে ক্যানসার হাসপাতাল। বৃহস্পতিবার শিলিগুড়িতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এই বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের সচিব-সহ দার্জিলিং জেলার মূখ্যসচিব তুলসী প্রামাণিক।

জেলার মানুষকে পরিষেবা দিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবার উপরে বাড়তি চাপ রয়েছে। তাই পাশেই একটি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে। সেখানেই প্রথম উত্তরবঙ্গে সরকারি উদ্যোগে ১০০ কোটি টাকা বরাদ্দে ক্যানসার হাসপাতাল চালু হতে চলেছে। এছাড়াও নিউরো সার্জারি চালু এবং মেডিসিন বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। খুব শীঘ্রই ক্যাথল্যাব চালু করে হৃদরোগের সার্জারি সহ চিকিৎসা চালু করারও উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দফতর। দীর্ঘ বৈঠকের পর স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, রাজ্যে সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা ভালভাবে পায় তাই এই উদ্যোগ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসেই ১০০ কোটি টাকা ব্যয় করে ক্যানসার হাসপাতাল তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যালে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবার খবরে খুশি বাসিন্দারাও। কঠিন রোগের চিকিৎসার জন্য আর অন্যত্র যেতে হবে না স্থানীয়দের।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article