Monday, October 20, 2025
Ad

অপহরণ গৃহশিক্ষক, মুক্তিপণ ৮ লক্ষ টাকা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

কেটে গেল অপহরণের এক সপ্তাহ আতঙ্কে অপহৃতর পরিবার।

গোপাল শীল, পাথরপ্রতিমা : মেদনীপুরের সুতাহাটা থেকে অপহরণ হয় পাথরপ্রতিমার এম দুর্গা গোবিন্দপুর এর এক ব্যাক্তি। অপহৃত ভক্তিরাম মাইতি সুতাহাটার দ্বন্দিপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ও গৃহ শিক্ষকতা করতেন। পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানায় একটি লিখিতো অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রী সাবিত্রী মাইতি। জানাগেছে, সুতাহাটার গান্ধীনগর এর জোহর ঘড়ুই এর বাড়িতে ভাড়ায় থাকতেন। অভিযোগ, অপহরণকারীরা তাকে গত ৬/৯/২০২৩ তারিখে অপহরণ করে আট লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে।

অপহৃতর স্ত্রীর দাবি মেদনীপুরের ওই এলাকায় গৃহ শিক্ষকতা করার সুবাদে লোকের কাছ থেকে তিনি চাকরি দেয়ার নাম করে টাকা তুলেছিলেন। অপহরণ কারীরা সেই সমস্ত পাওনাদার হতে পারে। অপহরণকারীরা ফোনে ওই অপহৃত ব্যক্তির স্ত্রীকে টাকা ফেরত না দিলে তার স্বামী কে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গৃহ শিক্ষকের স্ত্রী। হুমকি দেয়া ব্যক্তির ফোন নাম্বার সহ থানায় অভিযোগ করেন ১০/০৯/২০২৩ তারিখে।

অপহরণের এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলো, এখনো পর্যন্ত তার কোন খোঁজ পাচ্ছে না পুলিশ। এমনকি ওই ফোন নাম্বারগুলো ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে, ফলে আরও চিন্তায় পড়েছেন স্ত্রী।
স্ত্রীর দাবি, তার স্বামী যদি চাকরি দেবার জন্য টাকা নেয় স্বামীর সঙ্গে কথা বলে তিনি টাকা দিতে ইচ্ছুক। আগে তার স্বামীর সঙ্গে কথা বলানো হোক। কিন্তু এ বিষয়ে প্রশাসন নির্বিকার। এখন আতঙ্কে দিন কাটাচ্ছে অপহৃত গৃহ শিক্ষকের পরিবার।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article