Monday, October 20, 2025
Ad

জলমগ্ন গ্রামের রাস্তা, হাঁটু জলে দাঁড়িয়ে বিক্ষোভ মহিলাদের।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

রাস্তা তৈরীর আশ্বাস বিধায়কের।

নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর : ভোটের ফলপ্রকাশ হওয়ার সাথে সাথেই হাঁটু জলে দাঁড়িয়ে রাস্তা তৈরীর দাবিতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের।এদিন মহিলারা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখতে থাকে  রাস্তা তৈরির দাবিতে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর(Mathurapur) দুই নম্বর ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা এলাকায়। পঞ্চায়েত ভোট শেষ হয়েছে, শাসক দল পুনরায় একক ভাবে দখল করেছে কৌতলা গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েতে কিনা বর্ষাকালে হাঁটু জল দিয়ে পারাপার করতে হয় এলাকাবাসী। শুক্রবার রাস্তা তৈরির দাবিতে জলে দাড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা।

তবে খবর শোনার পর রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা খোঁজ নেন কেন এই রাস্তা হয়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিশেষে জানতে পারে দীর্ঘ কয়েক বছর যাবত ওই এলাকায় প্রায় ২০ টি পরিবার বসবাস করছে। তাদের রাস্তার প্রয়োজন কিন্তু সরকারি রাস্তা না থাকার কারণে বারবার চেষ্টা করেও এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। এমনকি এই রাস্তাটি যার জায়গার উপর দিয়ে রয়েছে ইতিমধ্যে তিনি রাস্তা তৈরি করা যাতে না হয় তার জন্য মামলাও করেছেন।

বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বলেন, অতিসত্বর এই রাস্তার সমস্যা মেঠাবার চেষ্টা করবেন। তিনি ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক মহলে যোগাযোগও করছেন। উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করবেন ভুলে আশ্বস্ত করেন। বিধায়কের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article