Sunday, October 19, 2025
Ad

সাত সকালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এক অটোচালক।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

লতা পুরকাইত, মথুরাপুর : শুক্রবার ভোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এক অটোচালক। জানাগেছে, এদিন ভোর বেলায় ঘোড়াদল বাজার থেকে যাত্রী নিয়ে মথুরাপুর যায় পাঁচু গোপাল নস্কর (২৭)। যাত্রী নামিয়ে কয়েকজন অটোচালক সঙ্গীদের সাথে রেললাইনের ধারে প্রাত্বক কর্ম সারতে যায়। ফেরার সময় সঙ্গীদের থেকে একটু পিছিয়ে পড়ে পাঁচু গোপাল। সেইসময় শিয়ালদা-নামখানা লোকাল আসছিল ওই লাইন দিয়ে। পাঁচু গোপাল অন্যমনস্ক থাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। তার অটোচালক সঙ্গীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Train accident-Death of auto driver-mathurapur
নিহত অটোচালক পাঁচু গোপাল নস্কর

পাঁচু গোপাল স্থানীয় ঘোড়া দলের বাসিন্দা। প্রতিদিনের মতো এদিনও সে বেরিয়েছিল রুজি রোজগারের উদ্দেশ্যে। স্ত্রী ও এক সন্তান এবং বাবা মাকে নিয়ে ছিল তাঁর সংসার।  পাঁচু গোপালের অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার সহ ঘোড়াদল-মথুরাপুর রুটের অটোচালকগন। ময়নাতনদের জন্য তার দেহ পাঠানো হয় ডায়মন্ড হারবার মরগে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article