Monday, October 20, 2025
Ad

লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার ব‍্যান্ডলে আটক তিন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

Cannabis rescue bundles:পুলিশের জালে গাড়ি সহ এক মহিলা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : হুগলীর ব‍্যান্ডেল দিয়ে শনিবার পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার গাঁজা। ব‍্যান্ডেলের সাহা গঞ্জের কেওটায় বামাল সমেত ধরা পরে এক জন মহিলা সহ তিন জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এদিন খুব ভোরে ব‍্যান্ডেলে সাহাগঞ্জ কেওটা চেক পোষ্ট এলাকায়  চন্দননগর পুলিশ কমাশনারেট এর চুঁচুড়া থানার নাকা চেকিং চলছিল। সেই সময় একটি  হলুদ রঙ্গের ট‍্যাক্সি (যার নাম্বার WB-04f – 4702) দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িটি কোলকাতা থেকে মগরার দিকে যাচ্ছিল। পুলিশ গাড়িটিকে আটক করে  তল্লাশি চালায়।

উদ্ধার হয় দশ কেজি গাঁজা। যার বর্তমান বাজার মূল‍্য লক্ষাধিক টাকা। গাড়িতে চালক ছাড়াও এক মহিলা ও এক জন পুরুষ ছিল। তিন জনকেই আটক করে পুলিশ। জেরায় ট‍্যাক্সি চালক পুরুষোত্তম ঝা বলে  শুক্রবার রাত বারোটার সময় হাওড়া স্টেশনের সামনে থেকে ভাড়া করে গাড়ির ওই পুরুষ ও মহিলা যাত্রী। প্রথমে শিয়ালদহ যাওয়ার কথা বলে গাড়িতে ওঠে। পরে ব‍্যান্ডেল স্টশনে আসার কথা বলে। ব‍্যান্ডেল স্টেশন আসলে যাত্রীরা বলে টাকা বেশি দেবে আর একটু এগিয়ে নামাতে। আর এগিয়ে যেতেই পুলিশ গাড়িটিকে আটক করে। চুঁচুড়া থানার পুলিশ আধিকারিকরা ও চন্দননগর পুলিশের এসিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিশ্বজিৎ ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হন।

ট‍্যাক্সি চালক ও দুই যাত্রীকে দফায় দফায় জেরা করে নিশ্চিত হয় পাচারের উদ্দেশ‍্যই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।  কোথা থেকে আনা হয়েছে আর কোথায় নিয়ে যাচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা সেটা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচারের অভিযোগে চালক পুরুষোত্তম ঝা, দুই যাত্রী কল্পনা হালদার ও সাগর তামাংকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article