Monday, October 20, 2025
Ad

সিপিআইএম প্রার্থীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

ভীত সন্ত্রস্ত পরিবারের পাশে কান্তি গাঙ্গুলি

সাকিফ হোসেন, মথুরাপুর : রাতের অন্ধকারে সিপিএম প্রার্থীর বাড়ির পাশের বাগানে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদভগবান পুর গ্রাম পঞ্চায়েতের ইমামদ্দিপুর গ্রামে।

গত রবিবার রাতে সিপিএম প্রার্থী মশিউর রহমানের বাড়ির পাশের বাগান থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনার পর ঢোলাহাট থানার পুলিশ ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। সিপিএম প্রার্থীর অভিযোগ, মনোনয়নের শুরু থেকে তাঁদের ওপর তৃণমূলের পক্ষ থেকে হুমকি ও শাসানী চলছে। প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাতেও হয়নি। এখন নির্বাচনের আগে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য বাড়ির পাশে বোমা রেখেছে তৃণমূল। রাতে আমরা বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার সিপিআইএম নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি ওই ভীত সন্ত্রস্ত প্রার্থীর বাড়িতে যান। প্রার্থীকে এবং কর্মীদের আশ্বস্ত করেন। কান্তি গঙ্গোপাধ্যায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেন।

বিজ্ঞাপন

তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তথাা তৃণমূল কংগ্রেস প্রার্থী জিয়াদ আলি পুরকাইত বলেন, তৃণমূল এই কাজে জড়িত নয়। সিপিএমের পায়ের তলায় জমি নেই। গোহারা হারবে। তাই এই গল্প ফেঁদেছে। নিজেদের জনসমর্থন নেই, প্রচারে আসার জন্য এই সমস্ত কাজ করছে ওরা। ইতিমধ্যে বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article