বন্দনা ভট্টাচার্য, হুগলি : ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস(International Anti-Drug Day) পালন করলেন চন্দননগর পুলিশ কমিশনার রেট থেকে। র্যালি শুরু করেন চুঁচুড়া পুলিশ লাইন থেকে খুড়ুয়া বাজার, লোহাপট্টি ,হুনমান মন্দিরে, বাস স্ট্যান্ড, থানার পিছন থেকে সামনে হয়ে ঘোড়ুই মোড় পর্যন্ত হয়। এবারের থিম ছিল হেল্থ ফর জাসটিস , জাসটিস ফর হেলথ। দুটি এনজিও সংস্থা এই র্যালির সঙ্গে পা মিলিয়েছেন একটি নাম হলো সুখী আরেকটির নাম হল চুঁচুড়া আরোগ্য ডক্টর বি আর আম্বেদকার সেবা সংঘ। এই রেলি সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি এবং ডিসিপি ভিদিত রাজ ভুনদেস। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ এবং দুটি এন জিও সংস্থার উদ্দেশ্য হচ্ছে নেশাগ্রস্ত মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনা। সুখী সংস্থা একটি ছোট্ট শিশু ছ বছর বয়স থেকে ডেনড্রাইড ও বিড়ি সেবন করত তাকে মূল স্রোতে ফিরিয়ে এনে স্কুলে পড়াশোনার উপযুক্ত করে তুলেছেন। শ্রুতি নাট্য দিয়ে শেষ হয়।

চন্দননগর পুলিশ কমিশনার বলেন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে যারা মাদক সেবন করে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা। খেলাধুলা করে মাইনড পরিবর্তন করাতে হবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকতে হবে। সন্তানকে মানুষ করার জন্য বাবা মা কে সচেতন থাকতে হবে।
