Monday, October 20, 2025
Ad

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির পথ অবরোধ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

ভোট কিনতে একাউন্টে ঢুকছে টাকা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : শাসক দলে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে  সোচ্চার হয়ে পথে নামলো বি জে পি কর্মীরা। বৃহস্পতিবার সকালে ব‍্যান্ডের নল ডাঙ্গার নারায়নপুরের মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা জি টি রোড অবরোধ  করে বিক্ষোভ দেখায়। একশ দিনের কাজের টাকা আটকে রাখা, নিয়োগ দুর্নীতি এই সব অভিযোগ তো ছিলই।

এবার তার সাথে যুক্ত হল পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট কেনার জন‍্য সাধারণ মানুষের ব‍্যাঙ্ক এ‍্যকাউন্টে ১০০০ থেকে ২০০০ করে টাকা পাঠানো ৬৪ নং প্রার্থী প্রিয়ঙ্কা মিশ্রর বাড়ির সামনে গুলি চালনা সহ একাধিক দুর্নীতি নিয়ে সরব হল বিজেপি কর্মীরা। অবরোধকারীরা নির্বাচন কমিশনের ব‍্যর্থতার প্রশঙ্গও তুলে ধরেন। এই বিষয়ে হুগলী সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ  সম্পাদক  সুরেশ সাউ বলেন বিধবা ভাতা, বার্ধক‍্য ভাতার নামে ভোট কেনার জন‍্য সাধারণ মানুষের এ‍্যকাউন্টে টাকা পাঠানো হচ্ছে  সরকারের তহবিল থেকে সেই টাকা আসেনি।

দুদিন আগেই এই বিষয়ে সমস্ত তথ‍্য নিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া হয়। কিন্তু কোনো রকম এখনও কোনো ব‍্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে অবিলম্বে কঠোর ব‍্যবস্থা না নেওয়া হলে  এস ডি ও, বি ডি ও কার্যালয়ের সামনেও ভারতীয় জনতা পার্টি ধর্নায় বসবে বলে জানিয়েছেন সুরেশ মিশ্র। বিজেপির দাবি, ১১৯ নং এর তৃণমূল কংগ্রেসের  প্রার্থী নমীতা গোস্বামীর অনুগামী সৌরভ হাজরার এ‍্যকাউন্ট থেকে ওই টাকা গেছে। যদিও সৌরভ হাজরা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে চুঁচুড়া বিধায়ক  সব অভোযোগ অস্বীকার করেছেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article