জ্যোতির্ময় ভৌমিক, অসম : বঙাইগাঁও জেলার তিন নাবালিকা তরুণীকে তথা স্কুল ছাত্রীদের প্রেমের জালে ফাঁসিয়ে ব্লাকমিল এক যুবকের।অভিযোগ, প্রথমে প্রেম প্রীতি এরপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্লাকমিল।তার কথা না শুনলে ভয় দেখানো হতো। প্রকাশ্যে আসতেই ওই যুবক পালিয়ে যায়। নাবালিকা তরুণীর পরিবারদের তরফে এজাহার দেওয়া হয়েছে নর্থ বঙাইগাঁও পুলিশ পোস্টে।কিন্তু আজ পর্যন্ত পুলিশ থাকে গ্রেফতার করতে পারিনি।জানা গেছে তিন নাবালিকার অভিভাবক গত ১৩ জুন নর্থ বঙাইগাঁও পুলিশ ফাঁড়িতে এজাহার দাখিল করে, এরপর পুলিশ একটিও কেস রেজিস্টার করেনি। তারপর পুনরায় এজাহার দিতে হবে বলে জানায়।

ভুক্তভোগী এক তরুণীর অভিভাবক ফের ১৮ তারিক লিখিত এজাহার দাখিল করে নর্থ বঙাইগাঁও পুলিশ পোস্টে। বর্তমানে এক তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পুলিশ আধিকারিক উত্তম রায় জানিয়েছেন যে ইতিমধ্যে তদন্ত অভিযান শুরু হয়েছে। অভিযুক্ত মুনসুর আলীকে শীগ্রই গ্রেফতার করা হবে। অভিযোগ উটেছে এজাহার দেয়া সত্বেও কেনো বাকি তরুণীদের জবানবন্দি রেকর্ড করা হলোনা। হয়তো কথাও পুলিশ অভিযুক্ত মুনসুর আলীকে রোকানাবেক্ষন দিচ্ছে।ভুক্তভোগী তরুণীর পরিবার উপযুক্ত ন্যায় বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।