Monday, October 20, 2025
Ad

ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে তৃণমূল।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য।

নিজস্ব প্রতিনিধি, কুলপি : বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। তবে বেশ কয়েকজন নিখোঁজ আছে এখনো। এর মধ্যে সোমবার জেলাজুড়ে নিহতর স্বজনদের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল তৃণমূলের পক্ষ থেকে। জেলার পাশাপাশি এদিন দুপুরে কুলপি ব্লকের রামকিশোর অঞ্চলে রেল দুর্ঘটনায় নিহত চার ব্যক্তিদের পরিবারের হাতে তুলে দেওয়া হল সেই চেক।

মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।

উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, সাংসদ নাদিমুল হক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ও যুব নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদার, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, প্রমুখ। দলের পক্ষ থেকে পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তৃণমূল নেতৃত্বরা।

আহত পরিবারের বাড়িতে কুলপি ব্লক তৃণমূল নেতৃত্বরা।

অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারুইপুর, কুলপি, কাকদ্বীপ এর করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলির পাশে থেকে আজ তাদের হাতে তুলে দেওয়া হলো ২ লক্ষ টাকার আপৎকালীন আর্থিক সহায়তা।

আরো পড়ুন : ট্রেন দুর্ঘটনায় নিহত তিন যুবকের দেহ এসে পৌঁছল কুলপিতে।

এটা ক্ষতিপূরণ নয়, কারণ যে ক্ষতি ওই পরিবারগুলির হয়েছে তা পূরণ করা কখনোই সম্ভব নয়।
আমাদের দল সর্বদা ওনাদের পাশে আছে

তারাচাঁদপুরে আহত পরিবারের সাথে কথা বলছেন বিধায়ক যোগরঞ্জন হালদার।

সোমবার বিকেলে কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার সহ কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন বলদিয়া, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সামসুর আলম মীর এবং অন্যান্য নেতা কর্মীরা ওই পরিবারের বাড়িতে যান।রেল দুর্ঘটনা থেকে ফিরে আসা মারফত শাহার মুখ থেকে শোনেন কেরালা থেকে স্বপরিবারে ফেরার পথে সেদিনের ভয়ংকর পরিস্থিতির কথা। বিধায়ক যোগরঞ্জন হালদার ওই পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। এবং তিনি জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গল্প শুনলে শিউরে ওঠার মত পরিস্থিতি। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাদের পাশে থাকার।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article