জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান : ২০১১ সালে মে মাসে বাম সরকারকে হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে ।তার খতিয়ান কে সামনে রেখে ৫ইমে –থেকে ২০ মে পর্যন্ত সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, সহ একাধিক প্রকল্পের সুফল তুলে ধরা বিভিন্ন প্রকল্পের সহয়তা প্রদানের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম কিষান মান্ডিতে উন্নয়নের এই ১১ বছর পালন অনুষ্ঠানে উপস্থিত হলেন মন্তেশ্বরের বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন তার হাতে মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত প্রধান গন তাদের পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান তুলে দেন। পাশাপাশি এদিন মন্ত্রী সাপের কামড়ে মৃত্যু হওয়া মন্তেশ্বর ব্লকের ভারূচা গ্রামের বাসিন্দা বিপদ গড়াই,ও মাঝের গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া গ্রামের বাসিন্দা রাবিয়া পাশওয়ান নামে এই দুই মৃত ব্যক্তির আত্মীয়দের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেন।
মন্ত্রী জানান তৃণমূল সরকার ১১ বছর ধরে মানুষের পাশে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই সরকারের সুফল পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ গ্রহণ করেছেন। আগামী 21 তারিখ থেকে দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষের অন্যান্য সুযোগ সুবিধা গুলি গ্রহণ করার আবেদন জানান তিনি । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্তেশ্বর এর বিডিও গোবিন্দ দাস সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপ প্রধানগন।