কানাইপুরে পালিত হল দিদির সুরক্ষা কবচ কর্মসুচি।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- শনিবার হুগলী জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েতে পালিত হল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব এদিন কানাইপুর কলোনির প্রায় তিরিশটি পরিবারের সাথে দেখা করেন। শোনেন তাদের অভাব অভিযোগের কথা। পরিদর্শন করেন আবাস যোজনায় পাওয়া ঘর গুলো। এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা,লক্ষ্মীর ভান্ডার থেকে যারা বঞ্চিত এবং স্বাস্হ্যসাথীর কার্ডের পরিসেবা যারা পাচ্ছেন না তাদের নাম নথীভুক্ত করেন। খাদ্যসাথী প্রকল্পে মোবাইল নম্বর যুক্ত না থাকায় কয়েকটি পরিবার এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিল। এই বিষয় জানার পর দ্রুত তাদের এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।
বিশেষ ভাবে উল্লেখ্য আচ্ছেলাল যাদবের পঞ্চায়েতের অন্তর্গত বিরোধীদের যে সব বাড়ি রয়েছে তাদের সাথেও তিনি দেখা করেন। এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন। দ্রুত সেই সব সমাধানের জন্য আশ্বস্তও করেন।এদিন আচ্ছেলাল যাদবের সাথে অন্যান্য নেতা, নেতৃ সহ পঞ্চাশজন দলীয় কর্মী উপস্থিত ছিলেন।