অরুণ লোধ, বজবজ : দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত বলরামপুর রোড অবরোধ করল স্থানীয়রা। স্থানীয়দের দাবি, দীর্ঘ এক সপ্তাহ ধরে তারা পানীয় জল সঠিক ভাবে পাচ্ছেন না। সারা দিনে মাত্র ছয়ঘণ্টা জল সরবরাহ করা হয়। সকাল সাতটা থেকে নটা – বিকেল চারটা থেকে ছয়টা এবং রাত্রি আটটা থেকে দশটা।
অভিযোগ, বর্তমানে যে পরিমাণ জল দেওয়া হয় এবং তার যা গতি তাতে এলাকার মানুষদের জন্য পর্যাপ্ত নয়। তাই তারা মঙ্গলবার দুপুর ১২ টা থেকে পৌনে একটা পর্যন্ত বলরামপুর রোড অবরোধ করে। প্রায় ৪০ মিনিট বাদে বজবজ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশায় অবরোধ উঠে যায়।
তবে কেউ কেউ মনে করছেন স্থানীয় বেশকিছু জল সরবরাহের কারখানা গড়ে ওঠায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জল সরবরাহ এই এলাকায় কম করা হয়, যাতে তাদের কারখানায় তৈরি জল বেশি পরিমানে বিক্রি হয়।