Wednesday, October 22, 2025
Ad

ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালো বসিরহাটের ৭ পরিযায়ী শ্রমিক।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

এলাকাজুড়ে শোকের ছায়া। 

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : বসিরহাট মহকুমার মাটিয়া থানার নেহালপুর গ্রামের ৭ দিনমজুরকে ট্রাক পিষে দিল উড়িষ্যার জাভপুরে। নিহতরা নেহালপুর সর্দারপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। বাকিরা একই গ্রামের। মৃতেরা হলেন সুরজ মণ্ডল (৪৪), মহম্মদ আমিরুল আলি সর্দার (২৬), করিম সর্দার (২৬), মহম্মদ আমজাদ আলি সর্দার (২৬), মহম্মদ আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩২) এবং মোয়াজ্জেম সর্দার (৩২)।

পরিবার সূত্রে জানাগেছে, শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ উড়িষ্যার জাভপুর জেলার ধর্মশালা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। একটি পোল্ট্রি ফার্মে কাজ করতেন ওরা।ওরা মুরগি নিয়ে গিয়েছিলেন উড়িষ্যায়, সেখানে ঘটে এই দুর্ঘটনা। এই খবর পৌঁছতেই শোকস্তব্ধ গোটা গ্রাম। অবশ্য রাজ্য সরকারের সহযোগিতায় ৭ জনের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার বিকেলে নেহালপুর গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়েছে। 

ঘটনাটি ঘটেছে উড়িশ্যার জাভপুর জেল ধর্মশালা থানার অন্তর্গত চণ্ডিপুর জাতীয় সড়কের উপর। ঘটনাস্থলে ৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article