নিজস্ব প্রতিনিধি, এিপুরা : মন্দির নগরী উদয়পুরের জগন্নাথ দীঘির মাটি খনন করার কাজ করার সময় জগন্নাথ দিঘীর পশ্চিম পাড় এলাকা থেকে বিষ্ণু দেবতার একটি পাথরের মূর্তি উদ্ধার হয়। মূলত বহু দিন ধরেই মন্দির নগরী উদয়পুরের মাতা এিপুরেশ্বরী মন্দির চত্বরের আশে পাশে ড্রজার দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছিলো।
তবে আজ সকালে ড্রজার দিয়ে মাটি খনন করার সময় এই পাথরের বিষ্ণু দেবতার মূর্তিটি উদ্ধার হয়। এ নিয়ে গোটা মন্দির নগরী উদয়পুরের মানুষদের মধ্যে উৎসুক দেখা দেয়।