প্রান্তিক মানুষেদের চিকিৎসা পরিষেবা। 
নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সুন্দরবনের প্রত্যন্ত দীপাঞ্চল গুলিতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে দুয়ারে ডাক্তার কর্মসূচি চালু হলো। শনিবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গোসাবা ব্লকের প্রত্যন্ত অঞ্চলে দুয়ারে ডাক্তার প্রকল্পের উদ্বোধন করলেন ক্যানিং মহকুমা শাসক। 
এলাকার মানুষ এই প্রকল্পের কথা আগে জানতেন না। তবে বিনা মূল্যে নানান চিকিৎসা পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসীরা।

দুয়ারে ডাক্তার, পশ্চিমবঙ্গ সর কারের একটি অভিনব উদ্যোগ। প্রত্যন্ত গ্রামেগঞ্জেও যাতে মানুষ রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালগুলির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা পেতে পারেন তাই ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্পটি। এদিন গোসাবার কর্মতীর্থে এর আয়োজন করা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারায় প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করে।গোসাবার বিভিন্ন দ্বীপ অঞ্চল থেকে বহু মানুষ এসেছিল এই পরিষেবার সুযোগ নিতে।
এদিনের ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচিতে নিম্নলিখিত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Dermatology, ENT, EYE, General Medicine, Cardiology, Paediatric, Surgery, Orthopedic, G&O.
