বাড়িতে বাড়িতে যাবে তৃণমূলের প্রতিনিধিরা
নিজস্ব প্রতিনিধি, দ: ২৪ পরগনা : আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। ইতিমধ্যে ৫০লক্ষ আবেদনের মধ্যে ১৭ লক্ষ বাদ দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রেও তদন্ত করেই ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। বিজেপির অভিযোগের জবাবে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপি বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতারা নিজেদের নামে দোতলা, তিনতলা বাড়ি করেছে। কেউ কেউ আমাদের সঙ্গে আগে ছিল। একটা জেলায় অভিযোগ এসেছে। ওই জেলাটাও আমার। আমরা এনকোয়ারি করেছি। ১৭ লক্ষ আবেদন বাদ দিচ্ছি।” পূর্ব মেদিনীপুরেই আবাস যোজনায় তালিকায় নাম তোলার দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। অভিযোগের আঙুল উঠেছে শুভেন্দু-সহ অধিকারী পরিবারের বিরুদ্ধে। নাম না করে সে দিকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। মমতা বলেন, “যেখানে যেখানে অভিযোগ পেয়েছি, এনকোয়ারি হয়েছে। ১৭ লক্ষ আবেদন বাদ গিয়েছে।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন সরকার তরফে কোনও ভুল থাকলে সে বিষয়ে পদক্ষেপ করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে যেতে পারে, সেই কারণেই ৩ বছর আগে দুয়ারে সরকার প্রকল্প আনা হয়েছিল। তবে, দলের ক্যাম্পে সরকারি ফর্ম পূরণ করার বিষয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরে এই কাজ করছে বিজেপি। মমতা স্পষ্ট জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে জানাতেই সাধারণ মানুষের কাছে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।