Wednesday, October 22, 2025
Ad

মরশুমের আমেজ বছরের শেষ লগ্নের শীত।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

ইংরেজি বৎসরের বিদায় লগ্ন।

বিশ্বজিৎ দে, ত্রিপুরা : ২০২২ সনের শেষ লগ্নে শীত মৌসুমের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে গত দু – তিন দিন যাবত। ইংরেজি বৎসরের বিদায় লগ্নে প্রকৃতির শীত মৌসুমের মনোরম দৃশ্য পরিলক্ষিত হচ্ছে । দিনশেষে সন্ধ্যার সাথে সাথেই ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ছে গোটা এলাকা । তার সাথে কনকনে ঠান্ডা হাওয়ায়। এবারের শীত মৌসুম যেন এক আলাদা আমেজ নিয়ে ধরণীতে উপস্থিত হয়েছে। সন্ধ্যার পর থেকেই পথচারীদের এবং বাইক ও গাড়ি চালকদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মুমূর্ষ রোগীদের কে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে অ্যাম্বুলেন্স চালকরা বিশেষভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু প্রকৃতির কজে মানব সমাজের কোন হাত নেই। তাই বাধ্য হয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন রাস্তায় গাড়ি চালকগণ। ২০২২ সনের শেষ লগ্নে এরূপ প্রকৃতির মনোরম দৃশ্যতে উল্লাসিত যুবসমাজ। এবারে গোটা এলাকায় পৌষ মাসে এই মাঘ মাসের হাওয়া বইতে দেখা যাচ্ছে নিবারনে। কিন্তু বিগত কয়েক বছরে এইরকম কুয়াশায় আচ্ছন্ন হতে দেখা জায়নি।এক কথায় সব মিলিয়ে মনরম পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা ধর্মনগর জুড়ে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article