নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবারের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হবে গঙ্গাসাগর মেলায়। বুধবার নবান্নের সভাঘরে গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা কলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য ২,২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের বন্দোবস্ত করা হবে।
• পুণ্যার্থীদের সুবিধায় সব বাসে থাকবেন সাগরবন্ধুরা।
• হাওড়া ও শিয়ালদহ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর আরজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• নিরাপত্তার নজরদারিতে থাকছে ১১৫০টি সিসিটিভি ও ড্রোন।
• জরুরী স্বাস্থ্য পরিষেবায় ১০০টি অ্যাম্বুলেন্স, ১টি এয়ার অ্যাম্বুলেন্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স।
• স্থানীয় হাসপাতাল গুলিতে বেড বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী।
• গঙ্গাসাগর মেলার নিরাপত্তার দিকে নজরদারিতে থাকবে মেগা কন্ট্রোলরুম।
• মেলায় আগত পুন্যার্থী ও সংবাদ কর্মীদের জন্য থাকবে ৫ লাখ টাকার দুর্ঘটনা বিমা।গতবারের মতো এবার গঙ্গাসাগর মেলায় ট্যাক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরিবেশ দূষণ রোধে এবারের গঙ্গাসাগর মেলা প্লাস্টিকমুক্ত করার আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।