নিজস্ব প্রতিনিধি, আলিপুর : ২৮ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা ২০২২ -২৩ বিষয়ে এক বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো জেলা গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে। এই বইমেলার উদ্বোধন হবে আগামী ২০সে ডিসেম্বর বারুইপুর রেলমাঠে। ২০শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর এই মেলার উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং প্রধান অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্হিত থাকবেন বিধানসভার অদ্যক্ষ বিমান ব্যানার্জি সহ, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের অধ্যক্ষ, উপাদ্যক্ষ, করমাধক্ষ্য, ও জেলা প্রশাসন আধিকারিক বৃন্দ।
এছাড়া এই মেলার স্থায়ী সভাপতি জেলা শাসক সুমিত গুপ্তা ও উদ্বোধনে সভাপতির আসন অলংকৃত করবেন জেলা সভাধিপতি সামিমা শেখ।
এ বছর মেলার থিম’স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ’। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, বিতর্ক সভা, ও কবি সম্মেলন মঞ্চস্থ হবে ৬৩টি পবিলিসার্স এর স্টলকে ঘিরে। বুধবার আলিপুরে সাংবাদিক সম্মেলনে জানালেন সভাধিপতি সামিমা শেখ।
সভাধিপতি আরও জানান, বেশ কিছু সরকারি প্রকল্পের ক্ষুদ্র পত্র পত্রিকার স্টল অলংকৃত করবে এই বইমেলায়। সব মিলিয়ে প্রত্যেক শিক্ষাবন্ধু, গ্রন্থকার কর্মী থেকে ছাত্র ছাত্রী ও বই প্রেমী সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় ৭দিনের এই বইমেলায় হাজির হতে, এবং বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতে।অনলাইনের যুগে বই হয় উঠুক নিজস্ব সঙ্গী।