নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর : সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর- ১ এবং ঠাকুরপুকুর, মহেশতলা ব্লকের আওয়াস প্লাসের অধীনে সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করেন জেলা শাসক সুমিত গুপ্ত। এদিন প্রায় ১৭টি বাড়ি পরিদর্শন করা হয়। জেলা সাসক জানান, করে ঠাকুরপুকুর ও মহেশতলা ব্লকের অধীনে ৬ জন সুবিধাভোগী অযোগ্য পাওয়া গেছে।
শ্রীমতী রসপুঞ্জা গ্রামের গায়ত্রী রানী মন্ডল একজন নিঃস্ব বিধবা। যার একমাত্র ছেলে গত বছর মারা গেছে। এখন তার আয়ের একমাত্র উৎস হল সমাজকল্যাণ প্রকল্পের অধীনে প্রতি মাসে ১০০০ টাকা বিধবা পেনশন। তিনি একটি দরিদ্র শেডের মধ্যে থাকেন এবং যোজনার সুবিধাগুলির জন্য সঠিকভাবে যোগ্য৷
দ্বিতীয়ত, মলয় নস্কর (রসপুঞ্জ) নামে একজন ব্যক্তি আওয়াস প্লাসে সম্পূর্ণরূপে অযোগ্য কারণ তিনি একটি ভাল নির্মিত দোতলা বাড়িতে থাকেন।