বন্দনা ভট্টাচার্য, হুগলি : রবিবার মাহেশের ৬২৬ বছরের জগন্নাথ মন্দিরে রত্নবেদীর পুণঃ প্রতিষ্ঠার বাৎসরিক উৎসব পালিত হয়। এদিন বিশ্ব শান্তি যজ্ঞেরও আয়োজন করেছিল মন্দির ট্রাস্ট কতৃপক্ষ। জগতের সব মানুষের মঙ্গল ও শান্তি কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। বিভিন্ন জায়গা থেকে আসা পন্ডিত মশাইরা পাঁচ হাজার বার জগন্নাথ দেবের স্তোত্র উচ্চারণ করে জগতের সকল মানুষের মঙ্গল কামনায় যজ্ঞে আহুতি দেন। এই উপলক্ষ্যে সারাদিন ব্যাপী গীতাপাঠ, শাস্ত্রপাঠ, হরিনাম, সংকীর্তন চলেছে মন্দির প্রাঙ্গনে। বহু দুর দুরান্ত থেকে ভক্তের ঢল নামে এইদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরাও। সকাল থেকেই ভক্তরা মন্দিরে এসে জগন্নাথ দেবের উদ্দ্যেশ্যে পূজো দেন। সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতশিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত ভক্তিগীতি পরিবেশন করেন।
মাহেশ জগন্নাথ মন্দিরে রত্ন বেদীর পুণঃ প্রতিষ্ঠা দিবস পালন।

- Advertisement -