Wednesday, October 22, 2025
Ad

মুর্শিদাবাদের নওদায় খুন নদীয়ার তৃণমূল নেতা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

সুজন সরকার, মুর্শিদাবাদ : তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নওদা থানার শিবনগর টিয়াকাটা ঘাট এলাকায় ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। আহত তৃণমূল নেতা নদীয়া জেলার নারায়ণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল শেখ। হাসপাতাল সূত্রে তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর খবরের পর পরই হাসপাতাল চত্বরে নিহত মতিরুল সেখের অনুগামীরা ভিড় জমান। এবং উত্তেজনার সৃষ্টি হয়। বহরমপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিরুল সেখের ছেলে নওদায় পড়াশোনা করে। ছেলেকে দেখতেই নওদায় এসেছিলেন। সেখান থেকে ফেরত যাওয়ার সময় টিয়াকাটা ঘাট এলাকায় অতর্কিতে বোমা ও গুলি মেরে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনার পর নওদা থানার পুলিশ পৌঁছে তৃণমূল নেতাকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। https://facebook.com/528173042656407

পরিবার সূত্রে জানা যায়, নদীয়ার তৃণমূল নেতা মতিরুল সেখের সঙ্গে নওদা ব্লক সভাপতি সফিউজাম্মান সেখের ইট ভাটার ব্যবসা ছিল। সেই ইটভাটার ব্যবসা নিয়েই শত্রুতার জেরেই তাকে সুপারী কিলার দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মতিরুল সেখের পরিবারের সদস্যরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article