নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ধান চাষ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়শই ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। আর যার কারণে চরম ক্ষতির শিকার হন কৃষকেরাই। বিশেষকরে অতিবর্ষা, বন্যা কিংবা খরার কারণে। আর যার কারণে সরকার এগিয়ে এসেছে কৃষকদের শষ্য বীমার মাধ্যমে।এরাজ্যে বাংলা শষ্য বীমা চালু হয়েছে বেশকয়েক বছর।আসন্ন খরিফ মরশুমে ধান ও ভুট্টা চাষে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কৃষকদের “বাংলা শষ্য বীমা খরিফ ২০২৫” এই প্রকল্পে যাতে কৃষকেরা ক্ষতিপূরণের আওতায় আসে, তার আবেদন পত্র জমা দেওয়ার জন্য কৃষিবিভাগে আবেদনপত্র জমা দেওয়া শুরু হচ্ছে।আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ধানের ক্ষতিপুরণের শষ্য বীমার জন্য এবং ৩১ শে আগষ্টের মধ্যে ভুট্টার জন্য আবেদন করতে পারবেন। আর এই শষ্য বীমার প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। কৃষককে একটা টাকাও দিতে হবেনা। আর এই বার্তা সাধারণ কৃষকদের জন্য জানানোর উদ্দেশ্যে সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলা শাসকের অফিসে ট্যাবলোর উদ্বোধন হলো। এই ট্যাবলো সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রচার চালাবে বেশকিছুদিন ধরে। আজকের এই ট্যাবলো উদ্বোধন করলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নেহা ব্যানাজী ,জেলা কৃষিআধিকারিক সুকান্ত সাহা রায়, সহকৃষিঅধিকর্তা (তথ্য,পূর্ব মেদিনীপুর) দিলীপ মাইতি প্রমুখ।
প্রাকৃতিক দুর্যোগে চরম ক্ষতির শিকার হন কৃষকরা।

- Advertisement -