Monday, October 20, 2025
Ad

সাংসদ অভিষেকের উদ্যোগে নজির গড়ল ‘সেবাশ্রয়’।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

সেকেন্ড ইনিংস সহ প্রায় ১১.৫০ লক্ষ রেজিস্ট্রেশন, উপকৃত আট থেকে আশি।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ হওয়ার পর শুরু থেকেই আমজনতার সুবিধার্থে একের পর এক উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ডায়মন্ড হারবারের এই সাংসদের নেতৃত্বেই শুরু হয়েছে ‘এক ডাকে অভিষেক ‘থেকে শুরু করে ‘সেবাশ্রয়’র মত জনপ্রিয় কর্মসূচি। সেবাশ্রয় এর প্রথম ইনিংসে ব্যাপক সাফল্য লাভের পর ফের শুরু হয় ‘সেবাশ্রয়’র দ্বিতীয় মেগা কর্মসূচি। অভিষেকের নেতৃত্বে সেবাশ্রয়ের জয়জয়কার রবিবার অর্থাৎ ১৬ মার্চ ‘সেবাশ্রয়’র দ্বিতীয় মেগা ক্যাম্পের সূচনা হয়, ২০ মার্চ পর্যন্ত এই ক্যাম্প শেষ হয়। টানা পাঁচদিন ধরেই রাজ্যের অসুস্থ মানুষদের সেবার কাজে নিযুক্ত ছিল সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায় এই মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।জানা যায়, দ্বিতীয় ইনিংসে মোট ক্যাম্পের সংখ্যা ২৭২টি। তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে প্রায় ৪১ টি সেবাশ্রয় মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয়।প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি চলেছিল এই শিবির। সূত্রের খবর, দ্বিতীয় পর্বে আয়োজিত ক্যাম্পের প্রথম দিনেই ভালই সাড়া ফেলেছে, প্রায় ৩৫ হাজার জনের রেজিস্ট্রেশন হয়েছিল বলে জানা যায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১১.৫০ লাখ এর উপর মানুষ উপকৃত হয়েছেন সেবাশ্রয়ের হাত ধরে। এককথায় বলা যায়, পশ্চিমবঙ্গে এক ‘মাইলস্টোন’ সৃষ্টি করেছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের মাস্টারপ্ল্যান ‘সেবাশ্রয়’। কেবলমাত্র ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সাধারণ মানুষজনই উপকৃত হয়েছে শুধু এটা নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে চিকিৎসার প্রয়োজনে সেবাশ্রয়ের ক্যাম্পে (Medical Camp) ছুটে এসেছেন বহু মানুষ। এমনকি, দ্বিতীয় দফার প্রথম দিনেই অন্য জেলা থেকেও ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্পে আগত চিকিৎসা নিতে আসার জন্য অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ আমজনতা। নতুন রেকর্ড প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন। কোনও রাজনৈতিক রঙ বিচার না করেই ডায়মন্ড হারবারের সাংসদ সকল স্তরের মানুষকে এই বিশাল কর্মযজ্ঞে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এখন তাঁর আহবানে সাড়া দিয়ে একের পর এক শিবিরে ভিড় জমায়।ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭০ দিনের সেবাশ্রয়ের পর মেগা ক্যাম্প শুরু হয়েছিল গত রবিবার। সাতটি বিধানসভাতেই একসঙ্গে চলেছে এই শিবির।এই মেগা ক্যাম্পের শুরুতে সাংসদ হঠাৎ করে হাজির হয়েছিলেন ডায়মন্ড হারবার বিধানসভায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি খোঁজখবর নেন রোগীদের শারীরিক অবস্থার।ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলেছে। এই মেগা ক্যাম্প আসলে ৭০ দিনের ফলো-আপ শিবির। উল্লেখ্য, ৭০ দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন ১০ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন সহ সেবাশ্রয় দ্বিতীয় শিবিরের মেগা ক্যাম্পেও প্রায় ১লক্ষ জন। এই বিধান সভার পাশাপাশি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা নয়া পাড়া স্কুল মাঠে সেবাশ্রয় সেকেন্ড ইনিংসে শেষ দিনে সকাল থেকে ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে,আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে ততই মানুষের ঢল নামে। এই নিয়ে এলাকার কিছু সাধারণ মানুষ সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করতে এসে তারা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। কেনোনা এই সেবাশ্রয় ক্যাম্প থেকে ফ্রি তে সব রকম চ্যাকাপ করা ও ডাক্তার দেখানোর পাশাপাশি সঙ্গে নামি দামি ঔষুধ পাওয়া সত্যি খুব আনন্দের ব্যাপার।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article