Monday, October 20, 2025
Ad

মাধ্যমিক পরীক্ষার দিন পুলিশের কড়া পদক্ষেপ রায়দিঘীতে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

পরীক্ষা চলাকালীন রায়দিঘী এলাকাজুড়ে কড়া নিরাপত্তা পুলিশের।

নুরউদ্দিন, রায়দিঘি: আজ রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা, সেই মত পরীক্ষার্থীরা কোনোভাবে আসিবিধায় না পড়ে তার জন্য সব রকম সতর্কতা রাজ্য পুলিশের। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার পক্ষ থেকে রায়দিঘীর কাছারি বাজার, রায়দিঘী ব্রিজ সংলগ্ন রাস্তাতেই সকাল থেকে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় এবং কোনো পরীক্ষার্থী কোনো যাতে দুর্ঘটনার শিকার না হয় তার জন্য পুলিশের তরফ থেকে বড়ো বড়ো গাড়ি গুলি বন্ধ করে রেখেছে পরীক্ষার সময়। যানজট যাতে কোনো ভাবে না ঘটে তার জন্য টোটো, অটো গুলি নির্দিষ্ট পার্কিং করা ও হচ্ছে। পাশাপাশি রায়দিঘীর সকল রাস্তাতেই পুলিশি নজরদারি ব্যবস্থা করা হয়েছে,যাতে মধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র যেতে পারে এবং পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারে বাড়িতে,সেই ভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ।রায়দিঘী থানার আই সি মানস চ্যাটার্জির নির্দেশে রায়দিঘীর রাস্তাতে এমন কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল হলেই হাজার হাজার টোটো, অটো, বাস, ট্রেকার ও লরি যাতায়াত করে রায়দিঘী এলাকায়। কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষা, সেইমতো সকাল থেকে রায়দিঘীতে পুলিশের নির্দেশে লরি সহ মাল বোঝাই গাড়ি গুলি বন্ধ রাখা হয়েছে। কোনোভাবে যানজট না হবার কারণে কড়া নিরাপত্তা রায়দিঘী পুলিশের। পাশাপাশি আসন্ন মাধ্যমিক পরীক্ষাথীদের হাতে সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় রায়দিঘি থানার পক্ষ থেকে পেন ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article