নুরউদ্দিন, মথুরাপুর: ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত রাজ্য কোর কমিটিতে স্থান পাওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দের সাংসদ তথা রাজ্যের কোর কমিটির সদস্য বাপি হালদার আজ মথুরাপুর -১ নং ব্লকের সমস্ত বুথ সভাপতি, পঞ্চায়েত নির্বাচিত সদস্য সদস্যা, বুথ লেভেল এজেন্ডদেরকে নিয়ে ভোটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা করলেন। মথুরাপুরের ছোট ভাই প্যালেসে এই সভার আয়োজন করা হয়। সেই সাথে ব্লকের উপর একটি কমিটি করে দেন। আগামী চার দিনের মধ্যে এই কাজটি প্রতি বুথ স্তরে সম্পন্ন করে ব্লকের এই কমিটির কাছে জমা দিতে হবে।এদিন মথুরাপুরের সাংসদ তথা রাজ্যের কোর কমিটির সদস্য বাপি হালদার জানান,দল যখন যে কাজ দেবে সেই কাজ করা একটা কর্মীর কর্তব্য,সেই হিসাবে আমি একজন কর্মী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দায়িত্ব পালন করার উদ্দেশ্য নিয়ে আজ মথুরাপুর এক নম্বর ব্লকের মথুরাপুরে ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার,রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, জেলা পরিষদের সদস্যা কেয়া মন্ডল,মথুরাপুর ১ ব্লকের ব্লক তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার প্রমুখ।
ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত সভার আয়োজন মথুরাপুরে।

- Advertisement -