Monday, October 20, 2025
Ad

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়া হল উপহার।

সাকিফ হোসেন, কুলপি: আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়। যেখানে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় জল, পেন, স্কেল ও ‌কভার ফাইল। পাশাপাশি এই সহায়তা কেন্দ্র থেকে বিদ্যালয়গুলিতে কোন রাস্তায় দ্রুত ও সহজে পৌঁছাতে পারবে পরীক্ষার্থীরা সে বিষয়ে পরামর্শ দেয়া হয়। স্থানীয় রাধানগর বাজারে এই সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন কুল্পী ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সামসুর আলম মীর, রাম কিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ সানা, পঞ্চায়েত প্রধান নাসরিন খাতুন মীর সহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সদস্যরা। “জীবনের প্রথম বড় পরীক্ষায় সকলে সফল হও” এই কামনা করেন পঞ্চায়েত প্রধান।

পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিচ্ছেন রামকিশোর গ্রাম পঞ্চায়েত প্রধান।

ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। আর এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের জীবনের পরবর্তী অধ্যায় এগোনোর প্রথম ধাপ। তাই এই পরীক্ষায় যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে, প্রায় হাজার খানের ছাত্রছাত্রীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে বলে জানান। এলাকার প্রায় আটটি স্কুলের পরীক্ষার্থীরা এই রাধানগর বাজারের ওপর থেকে যাতায়াত করবে। সহায়তা কেন্দ্রে দূর-দূরান্ত থেকে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা ভীষণ খুশি। তারা জানান, এটা একটি সামাজিক কাজ। উদ্যোক্তাদের অভিভাবকরা সবাই সাধুবাদ জানান।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article