লক্ষীর ভান্ডার করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পাড়ায় সমাধানে পঞ্চায়েত সদস্যার স্বামীকে পেয়ে ক্ষোভ এলাকাবাসীর। আড়ষা ব্লকের বিজেপি-বাম-নির্দল জোট পরিচালিত পুয়াড়া অঞ্চলের কড়রিয়া সংসদে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ছিল। শুক্রবার সেই কর্মসূচিতে এসে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের এক ব্যক্তি। শ্রীকান্ত মুদি নামে ওই ব্যাক্তির অভিযোগ, তার পরিবারের সদস্যার লক্ষীর ভান্ডার করে দেবো বলে আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত গ্রাম পঞ্চায়েত সদস্যা জ্যামিতি রজকের স্বামী কৈলাস রজক তার কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প পাননি তিনি। তাই পাড়ায় সমাধান কর্মসূচিতে এসে গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে পেয়ে ক্ষোভ উগরে দেন তিনি। দুজনের মধ্যে বচসাও হয়। তবে এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প লক্ষীর ভান্ডারের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এভাবে টাকা নেওয়া কতটা নিচ মানসিকতার কাজ?তবে, এবিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গের ২৫ উর্দ্ধ মহিলাদের জন্য এই জনমুখী প্রকল্প চালু করেছেন। এটি করে দেওয়ার ক্ষেত্রে অন্য কারো কোন হাত নেই। তবে এই লক্ষীর ভান্ডার করে দেওয়ার নাম করে যদি কেউ টাকা নিয়ে থাকে তা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।