Monday, October 20, 2025
Ad

বিচারাধীন বন্দিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান “হুগলি শোধনাগারের”।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

আইন পরিষেবা কর্তৃপক্ষের অভিনব উদ্যোগ।

বন্দনা ভট্টাচার্য, হুগলি: বিচারাধীন বন্দিদের জীবনের মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্যে হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ শুক্রবার হুগলী সংশোধনাগারে একটি বিশেষ আইন সচেতনতা শিবিরের আয়োজন করে। এর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী অলকানন্দা রায়, জেলা ও দায়রা বিচারক সহ জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের প্রধান শান্তনু ঝাঁ, সম্পাদক মানালি সামন্ত, অতিরিক্ত জেলা বিচারক সঞ্জয় শর্মা, মানবেন্দ্র সরকার, দেওয়ানি আদালতের বিচারক অভিষেক মান্না, প্রজ্ঞামিতা সেন সরকার, সায়ন্তনি দে তরফদার, শিউলি দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।শনিবার বিশিষ্ট ব্যক্তিদের আইনি পরামর্শের পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। সংশোধনাগারে বন্দিরাই মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠান এক ঘেঁয়েমি জীবন থেকে একটু আলাদা রকম হওয়ায় খুশি বন্দিরাও। এদিন আলোকনন্দা রায় বলেন, বাবা – মা বকে, মারে, তার জন্য তাঁদের ভালোবাসা একটুও কমেনা। ঠিক তেমন যারা বন্দি,তাদের ভুলভ্রান্তি হলে বকাবকি করলে বা শাস্তি দিলেও, তারা যাতে ভালো থাকে, তাদের যাতে তাড়াতাড়ি মুক্তি দেওয়া যায়, সেই বিষয়ে সংশধনাগরের দায়িত্ব প্রাপ্ত সকলেই বন্দিদের পাশে আছেন। বন্দিরা মুক্ত হলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যও কতৃপক্ষ যথেষ্ট সচেষ্ট। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানিয়েছেন আলোকানন্দা রায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article