বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: পেটে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়া পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বি এল মুখার্জী রোডে। মৃত যুবকের নাম অভিষেক পাসোয়ান। বয়স -২২ বছর। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একটি গলির মধ্যে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় অভিষেককে পরে থাকতে দেখা যায়। স্থানীয়রাই তরিঘড়ি তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে, সেখানের কর্তব্যরত চিকিৎসক অভিষেককে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে রিষড়া থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় সরকার ও অন্যান্য আধিকারিক ঘটনা স্থলে পৌছান। কি কারণে এই মর্মান্তিক খুন, কে বা কারা এই খুনের সাথে জড়িত পুলিশ সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। বলে পুলিশ সূত্রের খবর। পরিবার জানিয়েছে, অভিষেক একটি রেশন দোকানে কাজ করতো পাশাপাশি গৃহ শিক্ষকতা করতো। এদিন রেশন দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৮ নং ওয়ার্ডের পৌর সদস্য মনোজ সাউ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে প্রকৃত দোষীরা দ্রুত ধরা পরবে এমনটাই আশা করা যায়। অভিষেকের মৃত্যুতে পরিবারের ও পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
রাতের অন্ধকারে খুন যুবক, তদন্তে পুলিশ।

- Advertisement -