বন্দনা ভট্টাচার্য, হুগলি: ফুচকা ভাজতে গিয়ে গৃহস্থ বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লেগে যায়। ভয়াবহ আগুনে পুড়ে যায় গৃহস্থের আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথি। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার ঘুটিয়া বাজার সংলগ্ন এলাকার ১২ নম্বর ওয়ার্ডে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন এক দমকল কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী সিং নামে এক ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে চুঁচুড়ার তিন তলা এই বাড়ির এক তলায় ভাড়া থাকেন। পেশায় তিনি ফুচকা বিক্রেতা। সোমবার দুপুরে ফুচকা ভাজার জন্য নতুন সিলিন্ডার, ওভেনের সাথে লাগিয়ে গ্যাস অন করতেই সিলিন্ডার লিক করে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। প্রথমে কিশোরী সিং এর অসুস্থ স্ত্রীকে ঘর থেকে কোনরকমে বার করে আনা হয়। আগুনের তাপে তিনি সামান্য আহত হয়েছেন। এরপর তারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় হুগলি দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, আগুনের ভয়াবহতায় ঘরে জমানো অর্থ সহ ফ্রিজ, টিভি, পাখা, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম, সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।এই ঘটনায় সুমন রায় নামে দমকলের এক লিডার আহত হন। তাকে চিকিৎসার জন্য দ্রুত চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে কিশোরী সিং বলেন, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত চিকিৎসার জন্য ঘরে কিছু টাকা জমানো ছিল। এছাড়া মহাজনের কাছ থেকে ধারে মাল নিয়ে এসেছিল, বিক্রি করে টাকা ফেরৎ দেবে বলে। কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করে স্ত্রীর চিকিৎসা হবে? কি করেই বা মহাজনের টাকা শোধ করবেন? এই ভেবে কান্নায় ভেঙে পড়েন কিশোরী সিং ও তার অসুস্থ স্ত্রী।
ফুচকা ভাজতে গিয়ে সিলিন্ডার থেকে আগুন, আহত এক দমকল কর্মী।

- Advertisement -