পথদুর্ঘটনায় নিহত ১ আহত ৩।
নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর: বৃহস্পতিবার পথদুর্ঘটনায় নিহত এক যুবক এবং আহত হয় এক শিশু সহ তিন ব্যক্তি। ঘটনাটি মথুরাপুর থানার লালপুর এলাকায়। নিহতের নাম বিশ্বজিৎ মাঝি (২২) বাড়ি কুলতলীর পশ্চিম রাধাবল্লভপুরে। পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ কলকাতাতে একটি কেক কোম্পানিতে কর্মরত ছিল। এদিন সকালে কোম্পানিতে কাজের উদ্দেশ্যে জয়নাল থেকে অটোতে চেপে ট্রেন ধরার উদ্দেশ্যে মথুরাপুরে যাচ্ছিল। লালপুরের কাছে মথুরাপুর থেকে রায়দীঘি গামী ট্রেকারের সাথে ওই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল সকাল এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসেন মথুরাপুর থানার পুলিশ। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিশ্বজিৎ মাঝি কে মৃত বলে ঘোষণা করেন। এবং চিকিৎসার অবনতি ঘটায় এক ব্যক্তিকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন।