Friday, August 29, 2025
Ad

Theatre artist সাঁতারুর পর নাট্য শিল্পীর বাড়িতে চুরি।

Must read

নাট্য শিল্পীর ভাইয়ের বাড়িতে চুরি, আটক সন্দেহজনক এক।

বন্দনা ভট্টাচার্য, হুগলি:  হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্য শিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাই এর ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকায় বার বার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাস্টার পাড়ার বাসিন্দা নাট্য শিল্পী অভিরূপ গুপ্ত, তার মেজো ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। ভাই এর স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন।

অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাই এর স্ত্রী। তার বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গহনা টাকা মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধার পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তদন্তে। নাট্য শিল্পী আরো বলেন, ঘরে যেভাবে ঢুকেছে, আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে। কোথায় কি জিনিস থাকে তা জানত দুষ্কৃতি। তাই মনে হয় কোনো পরিচিত কারো কাজ। অচেনা কেউ এটা করতে পারেনা। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনই এই চুরিরও কিনারা করবে আশা করব।

শিল্পী অভিরূপ গুপ্ত।

প্রতিবেশি অর্নব দাস বলেন, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। উত্তরপাড়ায় হচ্ছে কি। বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না। ওই ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বলেন, পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারো কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত এক বছরের কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভালো। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। টহল বাড়াতে হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article