কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারদের সাথে সাক্ষাৎ শুভেন্দুর।
সাইফ হোসেন, কাকদ্বীপ: সম্প্রতি বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে কাকদ্বীপ এলাকার ৯ জন মৎস্যজীবীর মৃত্যু হয়। মৃত মৎস্যজীবী স্বজনদের হাতে সাহায্য তুলে দিতে এসে বাক বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন স্থানীয় এক যুবক শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, এতদিন পরে রাজনীতি করতে এসেছেন? তখনই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, আগে গ্রামে নলকূপ বসান। পানীয় জলের সঙ্কট আছে। আমি রাজনীতি করতে আসিনি। পতাকা ছেড়ে এসেছি।
তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে দেখতে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে এলাকায়। মানুষের অভাব অভিযোগ শোনেন।
বৃহস্পতিবার বিকেলে কাকদ্বীপ-এর কৈলাস নগরে মৎসজীবীদের শোকার্ত পরিবারগুলির সাথে সাক্ষাৎ করে শুভেন্দু। দলের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দেয়। এবং সর্বোতভাবে তাদের পাশে থাকার আশ্বাসও দেয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, মৃত মৎস্যজীবীদের দাহ করা থেকে তাদের পরিবারদের পাশে থেকেছে আমাদের বিজেপি কর্মীরা। সরকার সরকারের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। আমরা যথাসাধ্য ওই পরিবারদের পাশে আছি। আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি এখানে রাজনীতি করতে আসিনি। মৃত মৎস্যজীবি ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্বও আমরা নেব।