Saturday, April 19, 2025
Ad

নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ পুলিশ অফিসার।

Must read

গুলিবিদ্ধ চন্ডিতলা থানার আইসি।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পাল। তিনি গুলিবিদ্ধ হয়েছেন হাওড়ার এন এস রোড সংলগ্ন ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে বাটরা থানা ও শিবপুর থানার মধ্যবর্তী এলাকায়। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সূত্র মারফত জানা গেছে, একটি নীল রঙের গাড়িতে করে জয়ন্ত বাবু যাচ্ছিলেন। গাড়িতে এক মহিলাও ছিলেন। সাথে আর একটা সাদা গাড়ি ছিল। সেই গাড়িতে দুজন ছিল। জানাগেছে, দুজনের সপিংমলে গিয়েছিলেন কেনাকাটা করতে। অনেক টাকার কেনাকাটা করা নিয়েই বচসা হয় নিজেদের মধ্যে। আর তার জেরেই এই ঘটনা।

ঘটনাস্থলে উপস্থিত দুই থানার পুলিশ।

জয়ন্ত বাবুর হাতে গুলি লেগেছে। আহত পুলিশ অফিসারকে হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাটরা ও শিবপুর থানার পুলিশ আধিকারিকগন। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি বাজেয়াপ্ত করেছে। একটি বুলেট শেলও পাওয়া গেছে। এই বিষয়ে জয়ন্ত পালকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়িতে থাকা মহিলাকেও। পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে মহিলার সাথে আহত পুলিশ অফিসারের কি সম্পর্ক? দুজনের মধ্যে বচসার কারণ কি? জয়ন্ত পাল নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, আইন রক্ষকরা যদি এমন ঘটনা ঘটায় তাহলে সাধারণ মানুষ কি করবে?

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article