রাস্তার বেহাল দশা বন্ধ সমস্ত যান চলাচল।
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: একটি কংক্রিট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে শত শত শিক্ষার্থীসহ সরকারি হাসপাতালের রুগী ও এলাকাবাসী। এটি ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা, কবিরা, মরুইবেড়িয়া যার সংযোগস্থলে, পঞ্চগ্রাম প্রমথনাথ হাই স্কুল ও পঞ্চগ্রাম রুরাল হাসপাতাল সংলগ্ন। পঞ্চগ্রাম ও চাঁদা মৌজায় খালের উপর কংক্রিট ব্রিজটি দীর্ঘ কয়েক বছর যাবত জরাজীর্ণ অবস্থায় ছিল। কংক্রিট ব্রিজের উপর সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ব্রিজটির একদম বিকলাবস্থা সৃষ্টি হয়েছে, যা চলাচলের একদম অযোগ্য। সীমাহীন দুর্ভোগে পড়েছে এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও পঞ্চগ্রাম সরকারি হাসপাতাল এর রুগিরা।বিকল্প যাতায়াত এর পথ অনেক কঠিন থাকার কারণে, মরণফাঁদ জেনেও পার হচ্ছেন গ্রামবাসীসহ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সরজমিনে জানা যায়, কংক্রিট ব্রিজ মাঝখান থেকে ভেঙে যাওয়ায় এই রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বন্ধ আছে মটরবাইক সহ সমস্ত যান চলাচল। আগে অনেক সময় ঝুঁকি নিয়েই মোটরসাইকেল পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন বহু চালকরা। কংক্রিট এর ব্রিজটির বেহাল দশা প্রায় কয়েক বছর যাবত। প্রায় এক বছর আগে ব্রিজের উপরের পাটা ধসে পড়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় স্থানীয়রা সাময়িকভাবে চলা চলের জন্য মেরামত করে দেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত ব্রিজ দিয়ে মোটরবাইক, ভ্যান, সেই সঙ্গে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের কারণে এখন জীর্ণশীর্ণ কংক্রিটের ব্রিজটি ভেঙে গেছে।
এই পথে শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই করুণ অবস্থা। যে কোনো সময় পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীসহ শিক্ষার্থীরা। সরকারি স্কুল ও পাবলিক স্কুলের শত শত শিক্ষার্থীর চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। স্থানীয় বাসিন্দা এক মহিলা বলেন, কয়েক বছর ধরে এই কংক্রিটের ব্রিজ জীর্ণশীর্ণ অবস্থায় আছে, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করে। মাঝে মাঝে কংক্রিট এর ব্রিজটি এভাবে কাঁপতে কাঁপতে সেতুর মাঝ বরাবর এলেও কখনো কখনো নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় খালের পানিতে। এই কয়েকদিন আগে এক বাইক চালক এর উপর দিয়ে পার হতে গিয়ে ভেঙে পড়ে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাইক চালক। বাসিন্দারা জানান, ব্রিজটি মেরামতের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার ও সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যথা নেই। মাঝে মধ্যে শুনি টেন্ডার হয়েছে, তবে মেরামত কবে হবে জানা নেই। এই কংক্রিটের ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। অচিরেই এ সমস্যা সমাধান কবে হবে সেইটা এখন দেখার।