বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: অটোকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী বাস। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হগলীর ঘোষপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর ২ টো নাগাদ একটি অটোরিকশা তারকেশ্বরের দিকে যাচ্ছিল। সেই সময় কোলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। ঘোষপুরের কাছে অটোরিকশাটিকে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই অটোকেই সজোরে ধাক্কা মারে, তারপর রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। বাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিল। যাত্রীরা সকলেই কম বেশী আহত হয়। বাসটি উল্টে যেতেই যাত্রীরা চিৎকার করতে থাকে। সেই সময় স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক কয়েকজন যাত্রীকে তারকেশ্বর ও অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত হয়েছে অটো রিকশার চালকও। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃত্যুর কোনো খবর নেই।

এই প্রশঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার এই জায়গাটা অত্যন্ত সংকীর্ন। অটোটাকে সাইড দিতে গিয়েই ধর্মতলা থেকে আরামবাগগামী বাসটি নিয়ন্ত্রন হারায়। এরপর অটোরিকশাটাকে ধাক্কা মেরে নয়ান জুলিতে উল্টে যায়। এই রাস্তায় এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য এদিন স্থানীয়রা রাস্তা প্রশস্ত করার দাবিও তোলেন। এদিন দুর্ঘটনার কারনে বেশ কিছু সময় রাস্তা অবরুদ্ধ থাকে। ফলে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।