Monday, October 20, 2025
Ad

বসের নামে নিন্দা করতে গিয়ে বিপাকে পড়লেন এক তরুণী।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

একেই হয়তো বলে অফিসের ঝামেলা নিজের ঘাড়ে তুলে নেওয়া 

নিজস্ব প্রতিবেদক: একটা সামান্য ভুলে সমস্ত পরিবেশটা নষ্ট হয়ে গেছে। ঘটনা হলো,অফিস মানেই নানা ঝঞ্চাট। বস দের আচরণ প্রায় কোনওকর্মীরই পছন্দ হয় না। ফলে রাগ-বিরক্তি থাকেই। সহকর্মী হোক বা বন্ধুবান্ধব অফিস নিয়ে কোথাও আলোচনা করতে গেলেই স্বাভাবিক নিয়মে তা প্রকাশ পায়। ঠিক এভাবেই এক বন্ধুর কাছে বসের নামে নিন্দা করতে গিয়ে বিপাকে পড়লেন এক তরুণী। ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। সেখানেই তুলে ধরা হয়েছে গোটা ঘটনা। ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন তিনি। ব্যক্তিগত ও অফিসের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। স্বাভাবিকভাবেই ওঠে বস প্রসঙ্গ। তখনই বসের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট বান্ধবীকে পাঠাতে যান তিনি। কিন্তু ভুল করে পাঠিয়ে ফেলেন অফিসের গ্রুপেই। যেখানে সেই বসও রয়েছেন। কিন্তু প্রথমে তরুণী বুঝতেও পারেননি তিনি কী করে ফেলেছেন। পরবর্তীতে রিপ্লাই না পেয়ে চেক করতেই দেখেন, মেসেজ পাঠিয়েছেন অফিসের গ্রুপে। তা দেখেও ফেলেছেন বস। কিন্তু তারপর কী হল?

তরুণীর দাবি অনুযায়ী, ওই ঘটনায় বদলে গিয়েছে অফিসের ছবি। অত্যন্ত জরুরি কথাও আর সরাসরি তাঁকে বলছেন না বস। অফিসে একটা গুমোট পরিস্থিতি। যদিও সেসবকে গুরুত্ব দিতে নারাজ তরুণী। তিনি বলেন, “নিজের মতো অফিসে যাই, কাজ করি। বাড়ি ফিরে যাই।”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article