বিয়ের এক মাসের মধ্যেই নব গৃহবধূর অস্বাভাবিক মৃ*ত্যু।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া: মাত্র ২৭ দিন আগে বিয়ে হয়েছিল। পরিবার হঠাৎ জানতে পারে তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া দিব্যডাঙ্গা এলাকার। ওই গৃহবধূর নাম রমা দেবনাথ। জানা যায় রমা দেবনাথের বাড়ি শান্তিপুর থানার ঘোড়ালিয়া বাইপাস পাড়া এলাকায়। তার বাবা কর্মসূত্রে বেনারস থাকে। দেখাশোনা করেই মাত্র ২৭ দিন আগে দীপঙ্কর রাজবংশীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সেভাবে অশান্তির খবর পরিবারে তরফে উঠে আসেনি। তবে দুই এক দিন ধরে তারা শুনতে পারছিল মেয়ে আর সেই বাড়িতে থাকতে চাইছে না। কিন্তু কি কারণে থাকতে চাইছে না তা স্পষ্ট নয়।হঠাৎ করে স্বামীর পরিবারের তরফে খবর আসে তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে এই বিষয়ে পরিবারের দাবি, কি কারনে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে তা এখনো জানতে পারেনি তারা। তারা চাইছে পুলিশ সঠিক তদন্ত করুক। যদি এই ঘটনায় তার স্বামী কিংবা তার পরিবার অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই শাস্তি পাক।