Friday, August 29, 2025
Ad

স্ত্রীকে ঔষধ না খাইয়ে বিষ খাইয়ে মারার অভিযোগে স্বামীর বিরুদ্ধে।

Must read

স্ত্রী কে প্রাণে মারার চেষ্টা, গ্রেফতার স্বামী।

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:  শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের মেরিভিউ চা বাগান এলাকায় স্ত্রীকে ঔষধ না খাইয়ে বিষ খাইয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় স্বামী। ধৃতের নাম মহম্মদ সুলতান।‌ সে ওই এলাকারই বাসিন্দ। জানা গিয়েছে, নিজ বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হলে শারীরিক অসুস্থ হয়ে পড়ে অভিযুক্তের স্ত্রী তনুজা খাতুন। এরপর শারীরিক অসুস্থতার সময় ঔষুধের পরিবর্তে বিষ খাইয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত বলে অভিযোগ। এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে‌ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে অবস্থার অবনতি হলে পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপরেই গোটা বিষয়টি নিয়ে ওই গৃহবধুর বাবা নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত নামে এবং ওই মহিলার স্বামী মহম্মদ সুলতানকে‌ গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনা চাউর হতেই শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article