নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: ভরতপুরের পর কাকদ্বীপ থেকেও খুনের খবর এসেছে। সেখানে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোকে খুনের ঘটনা ঘটেছে। ভরতপুরের মতো সেখানেও কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির কাছে একটি মাঠে মৃতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
রহস্যজনকভাবে ধান ক্ষেতের মাঝখান থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম রাকিব সেখ (২৭)। বাড়ি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে। তবে এটা খুন নাকি অন্য কোন কারণে রাকিবের মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রাকিবের মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, রাকিব মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। কিন্তু রাজনীতির সঙ্গে কোনরকম সম্পর্ক ছিল না রাকিবের। তাঁর পরিবারের অভিযোগ, রাকিবকে খুন করে ধানের ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। এবিষয়ে তাঁর বাবা শাহনাজ সেখ বলেন, রাকিব খুব নিরীহ ছেলে। কারোর সঙ্গে কোনো গন্ডগোলও ছিল না। কিন্তু কে বা কারা কি কারণে তাঁকে খুন করল বুঝে উঠতে পারছেন না তারা। রাকিবের মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় কানাঘুষো শুরু হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত যুবক রাকিব। তারপর থেকে তার আর কোনও খোঁজ মিলছিল না। পরে বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে ওই মাঠে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।