Friday, August 29, 2025
Ad

জঙ্গল থেকে উদ্ধার হলো তাজউদ্দিনের পচাগলা দেহ।

Must read

অবশেষে উদ্ধার হল নিখোঁজের দেহ।

নিজস্ব সংবাদদাতা, মহেশতলা: শ্বশুরবাড়িতে যাবেন বলে দিন ২০-২২ আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাজ‌উদ্দিন। কিন্তু তারপর থেকেই আর কোন‌ও খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছিল। এর কিছুদিন পর তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলার আকড়া স্টেশনের পাশে। সঙ্গে সঙ্গে স্থানীয় রাজাবাগান থানায় বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ তদন্ত আরও জোরদার করে। এবার রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে প্যাকেটে দড়ি বাঁধা অবস্থায় তাজউদ্দিনের পচাগলা দেহ উদ্ধার হল।দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাজউদ্দিনের পরিবার দেহটি সনাক্ত করেছে। পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা কারোর কাছেই এখন‌ও পরিষ্কার নয়। মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় মিঠু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়েরও হয়েছে। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত মিঠু পলাতক। বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার একযোগে তদন্ত করেছে রবীন্দ্রনগর থানা এবং রাজাবাগান থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাপা আতঙ্ক রয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article