ব্রিজের ওপরে দুটি গাড়ির রেষারেষি, উধাও উল্টে যাওয়া গাড়ির চালক।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা: প্রাথমিকভাবে মনে হয়েছিল অনেকটা ভৌতিক কান্ড। পরে অবশ্য সি সি ক্যামেরা দেখে রহস্যের কিছুটা সমাধান হয়। সূত্রের খবর, কাকভোরে মা ফ্লাইওভারে দুটি গাড়ির মধ্যে রেষারেষির জেরে ব্রিজের উপরেই উল্টে যায় একটি গাড়ি। কিন্তু দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক দুর্ঘটনার পর কিভাবে বের হলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই গাড়ির চালক কোথায় গেলেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উল্টে যাওয়া গাড়ির চালক অন্য একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দু’টি গাড়ি খুব দ্রুতগতিতে আসছিল। এরপর একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি গাড়ি। ডানদিকের লেন থেকে সরাসরি বাঁদিকের লেনে ঢুকে গার্ডওয়ালে ধাক্কা মারে গাড়িটি। এরপর প্রায় ১০ ফুট দূরে গিয়ে উল্টে যায়। রেষারেষি করা অন্য গাড়িটি খানিকটা এগিয়ে গিয়ে থামে। এরপর দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক গাড়ি থেকে বের হয়ে ওই গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ গাড়ির নম্বর দেখে গাড়ির মালিকের সন্ধান করছে।