Wednesday, July 30, 2025
Ad

গুলিতে ঝাঁঝরা, ভাঙড়ে তৃণমূল নেতাকে খু নের অভিযোগ।

Must read

ভাঙড়ে শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন।

নিজস্ব সংবাদাতা, ভাঙড়: ভাঙড়ে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময়েই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয় বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক কারণে এই হামলা কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমে আসে।তৃণমূলের একাংশের দাবি, এটা পরিকল্পিত হামলা। রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূলের বিধানসভা কমিটির সদস্যও ছিলেন। তাঁর জনপ্রিয়তাই এই হামলার পিছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা অতিরিক্ত পুলিশ বাহিনী।

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতেই রাজ্জাক খাঁর পরিবার ও দলের কর্মীরা হাসপাতালে ভিড় জিমান। খবর পাওয়া মাত্রই এলাকায় আসেন ক্যানিং পূর্বের বিধায়ক। বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘ও আজকেই দুটো মিটিং-এ ছিল। বাড়ি ফিরছিল। ভাঙড়ে ISF আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছে। আমরা পুলিশকে জানিয়েছি এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য।’ তবে বিষয়টি নিয়ে ISF-এর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে যান নগরপাল মনোজ বর্মা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article