Monday, October 20, 2025
Ad

ফাঁকা মাঠ থেকে মহিলাকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায়।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

অপহরণ করে খুনের চেষ্টা গৃহবধুকে। 

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। ঠিক সেই সময় গ্রামের ফাঁকা মাঠে এক মহিলার গোঙানি আর্তনাদ শুনতে পাওয়া যায়। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যায় বাসিন্দারা। এক গৃহবধূ ঠিক ভাবে কথা বলতে পারছে না। জামা কাপড়ে কাদার দাগ। অসহায় ভাবে গোঙাচ্ছিল। গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানায়। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন।নির্যাতিতা ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, তাঁর পরিচিত এক ব্যক্তি তাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেন। খতিয়ে দেখছেন অভিযুক্তের সাথে ওই মহিলার কি সম্পর্ক, কেনইবা এই ঘটনা ঘটালো। তদন্তে নেমে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বারুইপুর আদালতে পেশ করাহয় সোমবার।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article