বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা।
নিজস্ব সংবাদদাতা, নদীয়া: নদিয়ার কল্যাণীতে দোকানে বিস্ফোরণ, আহত হন মালিক। আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা এলাকা। বিস্ফোরণে উড়ে গেল একটি বাজি কারখানা সহ বেশ কয়েকটি বাড়ি। জানা গেছে, বিস্ফোরণের আগুনে পুড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিস বাহিনী ও দমকল। তবে তার আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ হাত লাগান। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়াতে আগুন নেভাতে বড় রকমের বাধার মুখে পড়তে হয়েছে দমকল কর্মীদের। এলাকার টিউবওয়েল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
কীভাবে ওই বিস্ফোরণ হল তা এখনও স্পষ্ট নয়। এর আগে মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। এদিন দুপুরে কল্যাণীর রথতলার ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। বাকী আহতদের কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, ওই কারখানায় শব্দবাজি তৈরি করা হত। অসতর্কভাবে কারখানায় আগুন লেগে যায়। কারখানার ছাদ উড়ে যায়। কয়েক ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।