Saturday, April 19, 2025
Ad

এক ছাতার তলায় ডিজিটাল মিডিয়ার সংবাদ কর্মীরা।

Must read

কলকাতা প্রেস ক্লাবে ডিজিটাল মিডিয়া সংগঠনের রাজ্য সম্মেলন।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান যুগে ডিজিটাল মিডিয়ার (Digital Media) জনপ্রিয়তা বেড়েছে। একপেশে বা উচ্চগ্রামের সংবাদ পরিবেশনের বাইরে সাধারণ মানুষের জনপ্রিয়তাও লাভ করেছে বর্তমান সময়ের ডিজিটাল মিডিয়া। তার পরেও খবর সংগ্রহ থেকে পরিবেশনে বারবার সমস্যার মুখে পড়তে হয় সেই ডিজিটাল মিডিয়াকেই। উপরন্তু মূল স্রোতের মিডিয়াগুলি যে সুযোগ সুবিধা ভোগ করে, তার ছিঁটেফোঁটাও পায় না এই সংবাদ মাধ্যমগুলি। একজোট হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেই ডিজিটাল মিডিয়া ফেডারেশন (Digital Media Federation) নামক একটি সংগঠন করে অবশেষে প্রথম সম্মেলন অনুষ্ঠিত করা হল রবিবার কলকাতা প্রেস ক্লাবে। অনুষ্ঠান থেকে সরকার এবং পশ্চিম বাংলার প্রতিটি রাজনৈতিক দলগুলির কাছে তুলে ধরা হল সংবাদ মাধ্যম হিসাবে কাজ করার মূলগত কিছু দাবি। সেক্ষেত্রে তাঁদের আরও কোন কোন দিকে উন্নতি প্রয়োজন, তা নিয়ে সম্মেলনে আলোচনায় তুলে ধরা হল রাজ্যের শাসক এবং বিরোধীদলের পক্ষ থেকেও।কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) নিজেদের প্রথম রাজ্য সম্মেলনে যে দাবিগুলি তাঁরা তুলে ধরেন সেগুলি হল, ১) ডিজিটাল মিডিয়ার সংবাদ কর্মীদের প্রথাগত মিডিয়ার সমতুল্য আইনি স্বীকৃতি দিতে হবে।   ২) ডিজিটাল মিডিয়ার জন্য পৃথক প্রেস ক্লাব স্থাপন।  ৩) প্রথাগত সাংবাদিকদের মতো ডিজিটাল সাংবাদিকদের জন্যও স্বাস্থ্যবীমা ও জীবনবীমার ব্যবস্থা করতে হবে। ৪) ডিজিটাল সাংবাদিকদের জন্য আলাদা প্রেস কার্ড এবং সরকারি অনুমোদন থাকা উচিত, যাতে তারা পেশাগত সুবিধা পায় এবং তাদের কাজের স্বীকৃতি মেলে। ৫) প্রথম সারির সংবাদমাধ্যমের মতো ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য করতে হবে। ৬) রিপোর্টিংয়ের সময় ডিজিটাল সাংবাদিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিতে হবে। ৭) আইনি সহায়তা ও সুরক্ষা প্রদান ডিজিটাল মিডিয়ার সংবাদ কর্মীরা অনেক সময় হয়রানির শিকার হন। তাই তাদের আইনি সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ সেল গঠন করা হোক। ৮) প্রেস ক্লাবে ডিজিটাল সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করা। কলকাতা প্রেস ক্লাবসহ অন্যান্য প্রেস ক্লাবগুলোতে ডিজিটাল সাংবাদিকদের জন্য সদস্যপদের ব্যবস্থা করা হোক।এদিনের এই অনুষ্ঠানে একদিকে যেমন উপস্তিত ছিলেন কুণাল ঘোষ সহ শাসকদলের প্রথম সারির মুখপাত্ররা, অন্যদিকে ছিলেন তৃণমূল, কংগ্রেস, আইএসএফ এবং বামপন্থী দলগুলির প্রতিনিধিরাও। এছাড়াও ছিলেন ফিরদৌস সামীম সহ কোলকাতা হাইকোর্টের বহু তাবড় আইনজীবীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল-বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান, EME একাডেমির চেয়ারম্যান কাজী মহসীন আজিমী, সমাজকর্মী, প্রাক্তন সাংবাদিক ও শিক্ষক প্রমুখ। তৃণমূলের একাধিক নেতৃত্বের তরফে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দাবিকে মান্যতা দিয়ে তাঁদেরকে কিছু পরামর্শও দেয়। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের মত, ডিজিটাল মিডিয়া এমন জায়গায় পৌঁছাক যেখানে কোনও রাজনৈতিক দলের পাশে থাকার দরকার হবে না। কারা ডিজিটাল মিডিয়া আর কারা ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটর সেই পার্থক্যটা স্পষ্ট হোক। দুটো একত্রিত কোনওভাবে না হয়ে যায় সেটা দেখুন। সরকারের কী করার কথা সেটা সরকারের কাছে পৌঁছে দেব। আপনারা স্বাধীন, সেই স্বাধীনতার জায়গাটা আরও শক্তিশালী করুন। তথ্য তুলে দেওয়ার যে কাজটা ইলেক্ট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া করছে না সেটাও করুন। আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি বলেন, আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাঁর মাধ্যমে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দাবিগুলো বিধানসভায় পেশ করার চেষ্টা নেব।উপস্থিত সকল অতিথিরা সকলের ডিজিটাল মিডিয়ার ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সবাই সবার দিক থেকে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কেউ কেউ এই সন্মেলনকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা সকল ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে গদি মিডিয়ার বিরুদ্ধে এবং সত্য খবর পরিবেশন করতে বদ্ধপরিকর। আমাদের অনুষ্ঠানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়। এরপর প্রতিটি জেলায় গিয়ে জেলা সম্মেলন করা হবে এবং জেলা কমিটি গঠন করে নিষ্ঠার সাথে গণতন্ত্রের চতুর্থস্তম্ভ কে রক্ষা করার দায়িত্ব পালন করবো।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article